হৈ-হুল্লোড়, আড্ডা, খাবারের আয়োজন, ফটোসেশন, মনমাতানো গান ও আবৃত্তি পরিবেশনের সমন্বয়ে ক্লাস পার্টি আয়োজন করেছে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কম্পিউটার ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীরা। ক্লাস পার্টি উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল, ক্লাস রুম ও ল্যাবগুল সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম স্যার ও উপাদক্ষ্য কাজল কুমার স্যার ক্লাস পার্টি উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, সারা বছর ধরে তারা এই ক্লাস পার্টির জন্য অপেক্ষা করে থাকে। বছর জুড়ে পড়ালেখা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন এই ক্লাস পার্টির আনন্দ ও মজা তাদের নতুন করে লেখাপড়া করার শক্তি ও প্রেরণা যোগায়। অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও মানুষের মনের বিকাশ ঘটায়। কারণ আনন্দহীন শিক্ষা শিক্ষার্থীদের যেমন মেধার বিকাশ ঘটায় না, তেমনি সে রকমের শিক্ষা ছাত্র-ছাত্রীরা বেশিক্ষণ মনেও রাখতে পারে না। এই আনন্দ শিক্ষার্থীদের নতুন সেমিস্টার/ক্লাসে ভালভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ যোগায়। ক্লাস পার্টির বর্ণিল এই উৎসবে গান, নৃত্য, অভিনয়, কোনোটিই বাদ যায়নি।
ক্লাস পার্টি-২০২০ কম্পিউটার ৪র্থ ও ৬ষ্ঠ পর্ব