কারিগরি শিক্ষার প্রসারে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আয়োজনে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪

কারিগরি শিক্ষার প্রসারে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আয়োজনে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার ২০৩০ সালে ৩০% এবং ২০৪০ সালে ৫০% করার রূপকল্প ঘোষনা করেছেন। সরকারের এই ভিশন বা রূপকল্প বাস্তবায়নে শিক্ষামন্ত্রণালয়ের বহুমুখী উদ্বুদ্ধকরণ পদক্ষেপের পাশাপাশি বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সারা বছর জুড়েই সম্মানিত শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এস এস সি পরীক্ষার্থীদের কারিগরি ও প্রকৌশল শিক্ষায় আগ্রহী করে তোলার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক একটি মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বৃহত্তর ঢাকার ২০০ টি স্কুলে প্রচার ও সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়। প্রথম পর্যায়ে প্রায় ১০০ টি স্কুলের ১০ হাজারের বেশি এসএসসি পরীক্ষার্থী মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি স্কুল থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীরা ১৯-০৫-২০২৪ ইং তারিখে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিম্নে উল্লিখিত শিক্ষার্থীরা ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার গ্রহণ করে।

  1. Zarin Subah Rose-1st-Ruhitpur High School
  2. Didarul Islam-2nd-Kolatiya High School
  3. Fouzia Mahabub-3rd-Hazi Asraf Ali High School
  4. Md. Rifat Khan-4th-Shaid Bag Model School
  5. Arian Hossain Raunaq-5th-Ispahani High School
  6. Yeasin Hossain Apu-6th-Rashid Adarsha High School
  7. Sidratul Muntaha-7th-MW High School
  8. Arifur Rahman-8th-National Bangla High School
  9. Md. Emon Hossain-9th-Adrasha High School
  10. Nusrat Jahan Heme-10th-Talepur High School
  11. Md. Mahim-10th-Ati Pachdona High School
Apply Now
Payment
Download APP