‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’
আজ ৮ মার্চ। বিশ্ব নারী দিবস। বিশেষ এই দিনটিকে নারীদের জন্য রেখেছে সারা বিশ্ব। পৃথিবী, মানবজগৎ ও পরিবেশকে নারীই করেছে অনন্য। আর তাই, নারীকে কৃতজ্ঞতা জানানোর এই দিনে নতুন করে নতুন স্লোগান নিয়ে এসেছে সবাই। ‘বিশ্ব নারী দিবস-২০১৯’-এর স্লোগান ‘Think equal, build smart, innovate for change’। নতুন কিছু গড়ার লক্ষ্য নিয়ে, সমতার ভিত্তিতে পরিবর্তন আনাই এই স্লোগানের লক্ষ্য। বিশেষ করে এই সমতা ও উদ্ভাবনের মাধ্যমে সামাজিক নিরাপত্তা প্রক্রিয়াকে জোরদার করা, জনসেবাকে সবার কাছে পৌঁছে দেয়া এবং টেকসই কাঠামোকে নিশ্চিত করাই এবারের নারী দিবসের উদ্দেশ্য।